যেসব সৌভাগ্যবান ব্যক্তিরা সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হাতে পেয়েছেন তাদের এখন প্রধান কাজ হল ভিসাটি চেক দিয়ে ভিসার সত্যতা যাচাই করে নেয়া। সঠিকভাবে ভিসা চেক করতে না পেরে অনেক মানুষ ভিসা জালিয়াতের শিকার হয়। এরকম প্রতারণার ঘটনা বাংলাদেশ প্রায় সময় দেখা যায়। তাই সঠিক প্রক্রিয়ায় অনলাইনের মাধ্যমে নিজের ভিসাটি নিজেই চেক করে নিন।
সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক
সার্বিয়ার ওয়ার্ক পারমিট চেক করার জন্য অনলাইনে বিভিন্ন রকমের লিংক দেখতে পাবেন। তবে আপনি যত লিংক বা যত ওয়েবসাইটেই ঘাটাঘাটি করুন না কেন আসলে আপনি কোনভাবেই আপনার নিজের ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন না। যে লিংক গুলি আপনি পাবেন তা দিয়ে বড় জোর যে কোম্পানি থেকে আপনাকে ওয়ার্ক পারমিট দেয়া হয়েছে সেই কোম্পানির যাবতীয় তথ্য দেখতে পারবেন।
তবুও অনলাইনের যুগে বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে নকল ওয়ার্ক পারমিট তৈরি করে মানুষকে বোকা বানানো যায়। আর এই ফাঁদে প্রতিনিয়তই হাজার হাজার মানুষ পা দিচ্ছে। একমাত্র আপনাকে ওয়ার্ক পারমিট দেয়া কোম্পানিই বলতে পারবে আপনার ওয়ার্ক পারমিটটি আসলেও সঠিক কিনা।
আপনাকে যে কোম্পানির নামে ওয়ার্ক পারমিট দেয়া হয়েছে সেই কোম্পানির যাবতীয় তথ্য পেতে ভিজিট করুন https://www.companywall.rs/ এই লিংকে। এখন আপনার সামনে নিচে দেখানো ওয়েব সাইটে চলে আসবে।
এখন লাল কালিতে দেখানোর স্থানটিতে আপনার কোম্পানির নাম অথবা আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার বসিয়া সার্চ করুন। তাহলে আপনি আপনার কোম্পানির সকল তথ্য জানতে পারবেন। যদি আপনার কোম্পানিটি এক্টিভ লেখা থাকে তাহলে মোটামুটি আশ্বস্ত হতেই পারেন যে আপনার কোম্পানিটি হয়তো সঠিক।
সার্বিয়া ওয়ার্ক পারমিট দেখতে কেমন
সার্বিয়া কয়েক ধরনের ওয়ার্ক পারমিট দিয়ে থাকে যা দেখতে কয়েক রকম। নিচে সার্বিয়ার ওয়ার্ক পারমিটের তিনটি নমুনা ছবি দেয়া হলো:
FAQ’S:
সার্বিয়া কি সেনজন ভুক্ত দেশ?
সার্ভিয়া সেনজেন ভুক্ত দেশ নয়।
সার্বিয়া যেতে কত টাকা লাগে?
সার্বিয়া যেতে ৭ থেকে ১০ লক্ষ টাকা লাগে।
সারবিয়ান টাকার নাম কি?
সার্বিয়ান টাকার নাম সার্বিয়ান দিনার।