ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা চেক করে ফেলুন মাত্র ১ মিনিটে। কারণ এটি খুব সহজেই এবং স্বল্প পরিশ্রমে ঘরে বসে মোবাইল ফোন দিয়েই চেক করা যায়। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে হলে প্রথমে আপনাকে ভিএফএস গ্লোবাল (https://visa.vfsglobal.com/) এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর Track your application অপশনটি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে খুব সহজেই ক্রোয়েশিয়ার ভিসা চেক করে নিতে পারেন।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
রাশিয়ার ভিসা চেক করার জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার লাগবে এবং আবেদন কর্তার নামের শেষের অংশ প্রয়োজন হবে। এক্ষেত্রে পাসপোর্ট নাম্বারের কোন বিশেষ প্রয়োজন হবে না।
রেফারেন্স নাম্বার দিয়ে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা চেক (লিংক সহ বিস্তারিত)
ক্রোয়েশিয়ার পারমিট ভিসা চেক করার লিংকটি হলোঃ https://www.vfsvisaonline.com/Global-Passporttracking/Track/Index? । ধাপে ধাপে বর্ণনা সহ ক্রোয়েশিয়ার ভিসা চেক করার নিয়ম নিচে দেওয়া হলঃ
ওয়েবসাইটে প্রবেশঃ উপরের লিংকটিতে ক্লিক করে ভিএফএস এর অফিসিয়াল ওয়েব পেজে প্রবেশ করুন। নিচে দেয়া ছবির মত পেজ আপনার সামনে চলে আসবে।
তথ্য প্রদানঃ
উপরে দেখানো ছবির মত যে পেজটি আপনার সামনে ওপেন হয়েছে সেখানে প্রথম ঘরে অর্থাৎ Application Reference Number এর জায়গায় আপনার ভিসার এপ্লিকেশন নাম্বারটি বসেন। এটি আপনার আবেদন পত্রে দেয়া আছে। এরপর দ্বিতীয় Last Name এর ঘরে আপনার পাসপোর্ট অনুযায়ীর নামের শেষের অংশ বসান। সবশেষে ক্যাপচাটি পূরণ করে SUBMIT অপশন এ ক্লিক করুন। তাহলে আপনি আপনার ক্রোয়েশিয়ান ভিসার বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন।
আসল ভিসা চেনার উপায়
ইউরোপের ভিসার নাম করে বিভিন্ন এজেন্সি প্রতারণা করে ডুপ্লিকেট ভিসা দিয়ে থাকে। এই প্রতারণার হাত থেকে রক্ষা পেতে অবশ্যই ভিসা চেক করে নিন এবং বুঝে নিন এটি আদৌ আসল নাকি ডুপ্লিকেট।
ভিসা আপনার সামনে পেয়েছেন বা এজেন্সি কর্তৃক হাতে পেয়েছেন কিন্তু আসল ভিসা পেয়েছেন নাকি ডুপ্লিকেট ভিসা পেয়েছেন তা বুঝতে পারছেন না? তাহলে বুঝে নিন আসল ভিসা চেনার উপায়।
আসল ভিসায় সব সময় উপরের ডান দিকে একটি বার কোড বা কিউআর কোড দেয়া থাকে যা ডুব্লিকেট ভিসায় কখনোই দেয়া থাকে না। চেষ্টা করুন ওই কিউআর কোড স্ক্যান করে কোম্পানির ওয়েব সাইটে প্রবেশের জন্য। যদি প্রবেশ করতে পারেন তাহলে ধরে নেবেন আপনি আসল ভিসা পেয়েছেন। আর যদি কোম্পানির ওয়েব সাইটে কিউআর কোড স্ক্যান করেও প্রবেশ করতে না পারেন সে ক্ষেত্রে আপনার ভিসাটি নকল।
দ্বিতীয় আরেকটি উপায় আছে আসল ভিসা সনাক্ত করার। সেটি হল কোম্পানির লোগো। যদি আপনার ভিসাটিতে কোম্পানির লোগো অপেক্ষাকৃত ছোট আকৃতির হয়ে থাকে তাহলে আপনার ভিসাটি আসল। কেননা ডুপ্লিকেট ভিসা সব সময় লোগো আকৃতি বড় হয়ে থাকে।
FAQ’S
ক্রোয়েশিয়া কি সেনজেন ভুক্ত দেশ?
হ্যাঁ, ক্রোয়েশিয়ার একটি সেনজেনভক্ত দেশ।
ক্রোয়েশিয়ার ভিসার মেয়াদ কতদিন?
ক্রোয়েশিয়ার ভিসার মেয়াদ তিন মাস বা 90 দিন।