সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে তার যারা মেডিকেল টেস্ট করিয়েছেন তাদের মেডিকেল রিপোর্টের ফলাফল জানতে https://wafid.com/medical-status-search/ এই লিংকে প্রবেশ করুনঅথবা https://wafid.com/করুন। লিংকে প্রবেশ করার পর প্রয়োজনীয় তথ্য দিন এবং মেডিকেল রিপোর্ট এর ফলাফল নিজেই দেখে নিন।
গামকা মেডিকেল রিপোর্ট চেক করতে প্রয়োজনীয় কাগজপত্র:
- পাসপোর্ট নাম্বার অথবা Wafid স্লিপ নাম্বার।
- জাতীয়তা।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার জন্য https://wafid.com/medical-status-search/ এই লিংকে প্রবেশ করুন। লিংকে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবেঃ
Wafid Slip Number দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে চান তাহলে পূর্বের মতো একই লিংকে প্রবেশ করে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার এর জায়গায় Wafid Slip Number বাছাই করুন। দ্বিতীয় ঘরে জাতীয়তা বসিয়ে চেক অপশনে ক্লিক করলেই আপনার মেডিকেল রিপোর্টটি দেখতে পারবেন এবং ইচ্ছে করলে মেডিকেল রিপোর্টের PDF ডাউনলোড করে নিতে পারবেন।
মেডিকেল টেস্টের রিপোর্ট কতদিন পর পাওয়া যায়
মেডিকেল রিপোর্টের ফলাফল
মেডিকেল রিপোর্টে দুই ধরনের ফলাফল দেখা যায়। যথাঃ ফিট এবং আনফিট। মেডিকেল টেস্টের রিপোর্টে ফিট আসলে আপনি বিদেশ যাওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম বলে প্রমাণিত হবে না। যদি রিপোর্টে আনফিট আসে তাহলে আপনার শারীরিক যে কোন অসুস্থতা রয়েছে। দ্রুত ডাক্তার দেখিয়ে আপনার সমস্যা শনাক্ত করুন এবং পুনরায় মেডিকেল চেকআপ করুন।
মেডিকেল টেস্টের মেয়াদ কত দিন
মেডিকেল টেস্টের মেয়াদ থাকে ৩ মাস বা ৯০ দিন। তিন মাস পর মেডিকেল টেস্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং এটি ব্যবহার করে বিদেশ যাওয়া যায় না। যদি মেডিকেল টেস্ট এর মেয়াদ তিন মাস পার হয়ে যায় সে ক্ষেত্রে আপনাকে পুনরায় মেডিকেল টেস্ট করে বিদেশ যেতে হবে।
গামকা মেডিকেল রিপোর্টের গুরুত্ব
বিদেশে যাওয়ার পূর্বে মেডিকেল টেস্ট করা বাধ্যতামূলক। মেডিকেল টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় আপনি বিদেশে কাজের জন্য শারীরিকভাবে উপযুক্ত কিনা। তাই যে কোন দেশের ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য অবশ্যই মেডিকেল টেস্ট করতে হয়। যদি মেডিকেল রিপোর্টে FIT আসে তাহলে আপনার নির্ধারিত দেশে যেতে কোন সমস্যা হবে না তার যদি মেডিকেল রিপোর্ট UNFIT আসে তাহলে আপনি সাময়িকভাবে আপনার কাঙ্খিত দেশে যেতে পারবেন না।
কোন কোন কারণে মেডিকেলে আনফিট আসে
মেডিকেলে আনফিট আসার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণগুলো হলোঃ রক্তে জন্ডিস, অতিরিক্ত পরিমাণে সর্দি লাগা, এইচআইভি পজিটিভ, অত্যধিক মাত্রায় চর্মরোগ, রক্তে এলার্জি, হাঁপানি বা শ্বাসকষ্ট ইত্যাদি। যদি এ সকল সমস্যার কোনটি আপনার মধ্যে থাকে তাহলে আপনার মেডিকেল রিপোর্ট আনফিট আসবে। তাই এ সকল সমস্যা থাকলে দ্রুত চিকিৎসা নিন।
FAQ’S
মেডিকেল টেস্টে কি ফি লাগে?
হ্যাঁ, মেডিকেল টেস্ট করতে ফি লাগে।
মেডিকেল টেস্টের রিপোর্ট কত দিনে আসে?
সাধারণত মেডিকেল টেস্টের রিপোর্ট ২ থেকে ৫ দিনের মধ্যেই অনলাইনে চলে আসে।
মেডিকেল রিপোর্টের মেয়াদ কতদিন থাকে?
মেডিকেল রিপোর্টের মেয়াদ তিন মাস বা 90 দিন থাকে।