ই পাসপোর্ট হয়েছে কিনা চেক ২০২৫

আপনি কি ই পাসপোর্ট চেক করতে চাচ্ছেন? তাহলে শিখে নিন কিভাবে কম্পিউটার অথবা মোবাইল ফোন দিয়েও ই পাসপোর্ট এর স্ট্যাটাস ঘরে বসেই চেক করা যায়। আপনার সুবিধার্থে অনলাইন ও এসএমএস এর মাধ্যমে কিভাবে সহজেই পাসপোর্ট চেক করা যায় তা নিচে ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো।

আপনি যদি পাসপোর্ট এর জন্য আবেদন করে থাকেন এবং আপনার পাসপোর্ট যদি এখনো হাতে না পেয়ে থাকেন তাহলে আপনার পাসপোর্টটি পাসপোর্ট অফিসে এসেছে কিনা অর্থাৎ আপনার পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস কেমন তা অনলাইনের মাধ্যমে খুব সহজেই চেক করে নিতে পারবেন। পাসপোর্ট চেক করার বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। তাই দেরি না করে আপনার পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস জেনে নিন।

পাসপোর্ট চেক করতে কি কি লাগেঃ 

অনলাইনের মাধ্যমে পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করতে পাসপোর্ট অফিস থেকে দেয়া ডেলিভারি স্লিপ অথবা পাসপোর্ট অ্যাপ্লিকেশনের নাম্বারটি লাগবে।

কয় ভাবে পাসপোর্ট চেক করা যায়ঃ

পাসপোর্ট চেক করার বিভিন্ন উপায় থাকলেও সবচেয়ে সহজে দুই ভাবে পাসপোর্ট চেক করা যায়। যথাঃ অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে। এই আর্টিকেলটি পড়ার পরে আপনি দুইভাবেই পাসপোর্ট চেক করতে পারবেন।

পদ্ধতি-১ঃ

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেকঃ

পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেয়ার পরে পাসপোর্ট অফিস আপনাকে একটি ডেলিভারি স্লিপ প্রদান করে থাকে। এই ডেলিভারি স্লিপ ব্যবহার করেই আপনি আপনার পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস জেনে নিতে পারেন। এর জন্য আপনাকে সর্ব প্রথম https://www.epassport.gov.bd/authorization/application-status এই লিংকটিতে প্রবেশ করতে হবে। লিংকে প্রবেশের পর আপনার সামনে নিচে দেখানো পেজটি ওপেন হবে।

উপরে দেখানো পেজটি সামনে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে নিম্নরূপ চিত্র দেখতে পারবেন।

উপরের মার্ক করা বক্সগুলো খেয়াল করুন। আপনি যদি Online Registration ID দিয়ে পাসপোর্ট চেক করতে চান তাহলে যখন আপনি অনলাইনে পাসপোর্ট এর আবেদন করেছিলেন সেখানে একটি রেজিস্ট্রেশন নম্বর দেয়া ছিল সেটি বসান। আর যদি পাসপোর্ট অফিস থেকে দেয়া ডেলিভারি স্লিপ এর মাধ্যমে পাসপোর্ট চেক করতে চান তাহলে Application ID এর জায়গায় রেফারেন্স নম্বর/Application ID নম্বর বসান। ডেলিভারি স্লিপ এর একবারে উপরের দিকে এই নম্বরটি দেয়া থাকে। তারপর আপনার জন্ম তারিখ বসান এবং সবশেষে ক্যাপচা পূরণ করে Check অপশনে ক্লিক করুন। তাহলে আপনার পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।

যদি পাসপোর্ট স্ট্যাটাসে লেখা থাকে তাহলে বুঝে নিবেন আপনার পাসপোর্টটি সম্পূর্ণ প্রস্তুত এবং পাসপোর্টে স্থানীয় পাসপোর্ট অফিসে ডেলিভারি করা হয়েছে। যদি আপনার পাসপোর্ট স্থানীয় পাসপোর্ট অফিসে এসে থাকে তাহলে আপনাকে মোবাইল ফোনে এসএমএস দিয়ে জানিয়ে দেয়া হবে। অবশ্যই পাসপোর্ট আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই সিমটি খোলা রাখবে।

পদ্ধতি-২

এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেকঃ 

এসএমএস এর মাধ্যমেও পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করা যায় এবং এ পদ্ধতিটিও বেশ জনপ্রিয়। এসএমএস এর মাধ্যমে পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে হলে মেসেজ অপশনে গিয়ে  START EPP Application ID Number লিখে 16445 নম্বরে পাঠিয়ে দিন। তাহলে খুব কম সময়ের মধ্যেই ফিরতি এসএমএস এ আপনাকে আপনার পাসপোর্ট স্ট্যাটাস জানিয়ে দেয়া হবে।

যদি এখনো Application ID Number নাম্বার খুঁজে না পেয়ে থাকেন তাহলে ডেলিভারি স্লিপের উপরের দিকে দেখুন। নিচে এর একটি নমুনা ছবি দেয়া হলো।

মানুষ আরো জানতে চায়- FAQ’S

কতদিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায়?

সাধারণ পাসপোর্ট 21 দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায়। তাছাড়া ইমারজেন্সি পাসপোর্ট সাতদিনের মধ্যেই হাতে পাওয়া যায়।

ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয় কি?

ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে চিন্তা না করে পাসপোর্ট অফিসে যাবেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। হয়তো হারানো স্লিপের জন্য নতুন করে আবেদন করতে হতে পারে। এজন্য পার্শ্ববর্তী থানায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জিডি করতে হতে পারে।

কি কি কাগজপত্র লাগবে?

ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার ফোন নাম্বার এবং হারানো স্লিপের কপি (যদি থাকে)।

Leave a Comment