অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক বিস্তারিত ২০২৫

ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য তিনটি সবচেয়ে সহজ উপায় হলো: এসএমএস এর মাধ্যমে, মোবাইল অ্যাপ দিয়ে এবং সরাসরি BRTA এর ওয়েবসাইট থেকে ড্রাইভিং লাইসেন্স চেক। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন কিন্তু এখনো ড্রাইভিং লাইসেন্স হাতে পাননি তাহলে দেরি না করে এখনই ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা চেক করে নিন। তাহলে বুঝতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সটি তৈরি হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে কেন হচ্ছে না।

 ড্রাইভিং লাইসেন্স চেকঃ

ড্রাইভিং লাইসেন্স চেক করার সবচেয়ে জনপ্রিয় উপায় হল মোবাইল অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক। কারণ বিনা খরচে এবং সবচেয়ে কম সময়ে মোবাইল অ্যাপের সাহায্যে ড্রাইভিং লাইসেন্স চেক করে নেয়া যায়। এজন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে BRTA DL Checker App নামক একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল করার পর ভেতরে ঢুকতে হবে এবং বিভিন্ন রূপ একটি সারফেস আপনার সামনে প্রদর্শিত হবে।

এখন লাল কালি করা প্রথম ঘরে রেফারেন্স নাম্বার এবং দ্বিতীয় ঘরে জন্ম তারিখ বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই ড্রাইভিং লাইসেন্সের যাবতীয় সকল ডিটেলস দেখতে পারবেন। প্রক্রিয়াটি খুবই সহজ এবং সময় স্বাশ্রয়ী।

মোবাইল/এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেকঃ 

অফলাইনে অর্থাৎ মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমেও ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়। এটিও বেশ জনপ্রিয় একটি প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় ড্রাইভিং লাইসেন্স চেক করতে মেসেজ অপশনে গিয়ে DL REFERCE NUMBER লিখে 26969 নাম্বারে পাঠিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএসের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান স্ট্যাটাস জানিয়ে দেয়া হবে।

ড্রাইভিং পরীক্ষার ফলাফল চেকঃ

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন কিন্তু ফলাফল জানেন না? কোন সমস্যা নেই। এখন চাইলে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ফলাফল জানতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে। এজন্য আপনাকে BRTA এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অর্থাৎ https://bsp.brta.gov.bd/dctbResult;jsessionid=1868811F92A5F5ECDCC18E7DD3CBBBC8.server9 এই লিংকে প্রবেশ করুন। প্রবেশ করার পর আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন।

এখন উপরে লাল কালি দিয়ে মার্ক করা স্থানগুলোতে প্রয়োজনীয় তথ্য প্রদান করে দেখুন অপনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবেন।

মানুষ আরো জানতে চায়- FAQ’S

ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন সময় লাগে?

আবেদনের প্রক্রিয়া সহ সকল কাজ ঠিক থাকলে ড্রাইভিং লাইসেন্স পেতে ৩০ দিনের মতো সময় লাগে

 নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা যায় কিনা?

না, নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা যায় না।

ড্রাইভিং লাইসেন্স চেক করার অ্যাপের নাম কি?

ড্রাইভিং লাইসেন্স চেক করার মোবাইল অ্যাপের নাম হল BARTA DL CHECKER APP। 

Leave a Comment