মিশর ভিসা চেক করার নিয়ম ২০২৫

পিরামিডের দেশ মিশর যাকে পৃথিবীর সব থেকে রহস্যময় দেশ হিসেবেও আখ্যায়িত করা হয়। প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সকল প্রান্ত থেকে জ্ঞান আহরণের উদ্দেশ্যে ও মিশরের রহস্য উদঘাটন করার চেষ্টায় হাজার হাজার মানুষ মিশরে পারি জমায়। এছাড়াও বাংলাদেশের অনেক ইসলামিক শিক্ষার্থী শিক্ষার জন্য মিশরে গিয়ে থাকে। তাই মিশর যাওয়ার সময় তাদের ভিসা প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয়। এ কারণেই মূলত ভ্রমণের উদ্দেশ্যে বা অন্য কোন উদ্দেশ্যে মিশর যেতে চাইলে মিশরের ভিসা চেক করার প্রয়োজন পড়ে। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে মিশরের ভিসা চেক করা যায়।

ভিসা চেক করতে যেসব কাগজপত্রের প্রয়োজনঃ

মিশরের ভিসা চেক করার জন্য অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার এবং ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার প্রয়োজন হবে। এছাড়াও ভিন্ন ভিন্ন উপায়ে চেক করার জন্য এর বাইরেও কাগজপত্রের প্রয়োজন পড়ে। কিন্তু এখন যে উপায়ে মিশরের ভিসা চেক করবেন এজন্য শুধুমাত্র পাসপোর্ট নাম্বার এবং ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার হলেই চলবে।

অনলাইনে মিশরের ভিসা চেকঃ

সবচেয়ে সহজ নিয়মে অনলাইনে মাধ্যমে মিশরের ভিসা চেক করতে হলে এই লিংকটিতে ক্লিক করুন https://egypt-e-visa.org/application-status/ । তারপর আপনার সামনে নিম্ন প্রদর্শিত ওয়েব পেজটি ওপেন হবে।

উপরে দেখানো পেজটি ওপেন হলে স্ক্রল করে একটু নিচের দিকে আসুন। তাহলে আপনি নিজের ছবির মত কিছু নির্দেশনা দেখতে পারবেন।

এখন Application Id এর জায়গায় আপনার ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার এবং Passport No এর জায়গায় আপনার পাসপোর্ট নাম্বারটি বসান। সবশেষে ক্যাপচার ছবিতে দেখানো বর্ণগুলো Enter text from Image এর ঘরে বসান এবং Check Status অপশনে ক্লিক করুন। তাহলেই আপনি মিশরের ভিসার সমস্ত ডিটেলস দেখতে পারবেন। ভিসা ইস্যু হলেও আপনাকে জানানো হবে এবং এখনো কিছু না প্রসেসিং এ থাকলেও আপনি নিজেই বুঝতে পারবেন।

Leave a Comment