অনলাইনে ওমানের ভিসা চেক করতে মাত্র এক থেকে ২ মিনিট সময় লাগে। ওমানের ভিসা চেক করার লিংকটি হল https://evisa.rop.gov.om/en/track-your-application । এই লিংকে প্রবেশ করে যাবতীয় সকল তথ্য প্রদান করার মাধ্যমে ওমানের ভিসা আপনি চাইলে খুব সহজেই চেক করে নিতে পারেন। তথ্য প্রদান করতে যেন আপনার কোন সমস্যা না হয় এজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করতে হবে তার নমুনা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো।
ভিসা চেক করতে যা যা প্রয়োজনঃ
ভিসা চেক করার প্রক্রিয়াটি শুরু করার পূর্বে আপনার ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনার পাসপোর্ট নাম্বারের প্রয়োজন হবে। অবশ্যই এ দুটি জিনিস সাথে রেখে ভিসা চেক করার প্রক্রিয়াটি শুরু করুন।
অনলাইনে ওমানের ভিসা চেকঃ
খুবই সহজ উপায়ে অনলাইনে ওমানের ভিসা চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন এবং নিম্নোক্ত নির্দেশনা গুলো অনুসরণ করুন।
ধাপ-১ঃ ওয়েবসাইটে প্রবেশ-
ওমানের ভিসা চেক করার জন্য প্রথমেই আপনাকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে- https://evisa.rop.gov.om/en/track-your-application । ওয়েবসাইটটিতে প্রবেশের পর আপনার সামনে নিচে প্রদর্শিত একটি ওয়েব পেইজের অনুরূপ একটি পেইজ আসবে।
ধাপ-২ঃ তথ্য প্রদান
এখন প্রথমত Visa Application Number এর জায়গায় আপনার ভিসার অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দিন। দ্বিতীয় কাজটি হলো Travel Document Number এর জায়গায় আপনার পাসপোর্ট নাম্বারটি বসান। তৃতীয় কাজ Document’s Nationality এর ঘরে Bangladeshi অপশনটি সিলেক্ট করুন। শেষ কাজ হিসেবে Text Verification এর জায়গায় ছবিতে থাকা ক্যাপচাটি মিলিয়ে Search অপশনে ক্লিক করুন।
উপরে উল্লেখিত স্থান গুলোতে সঠিক তথ্য প্রদান করার মাধ্যমে আপনি আপনার ভিসার যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন। ভিসাটির বর্তমান স্ট্যাটাস সম্পর্কেও জানতে পারবেন অর্থাৎ ভিসাটি ইস্যু হয়েছে কিনা সে বিষয়ে সম্পর্কে অবগত হতে পারবেন। আপনার স্পন্সরড কোম্পানির নামও দেখতে পারবেন। আপনার ভিসাটি যদি ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে তাহলে ভিসা টাইপের জায়গায় Resident লেখা দেখতে পাবেন। নিচে একটি ভিজিট ভিসার নমুনা ছবি দেখানো হলো। এখানে ভিসার নাম্বার সহ সকল তথ্য দেওয়া থাকবে এবং আপনার হাতে পাওয়া ভিসার সাথে অনলাইনে দেখানো ভিসাটি মিলিয়ে আপনার ভিসার সত্যতা যাচাই করে নিন।