সবচেয়ে সহজ নিয়মে মাত্র ২ মিনিটে দুবাইয়ের ভিসা চেক করে নিন। মাত্র দুইটি ধাপে আপনার আরব আমিরাত তথা দুবাইয়ের ভিসা চেক করতে পারেন। এজন্য নিচে দেখানো সকল নির্দেশনা মেনে কাজ করুন।
সহজ প্রক্রিয়ায় দুবাইয়ের ভিসা চেক করার জন্য সর্বপ্রথম https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity এই লিংকে প্রবেশ করুন। এখন আপনার সামনে এই পেজটি আসবে।
প্রথম ধাপঃ
Search By অপশনে অটোমেটিক File No. সিলেক্ট করা থাকবে কিন্তু আপনি উপরের ছবির মত Passport Information সিলেক্ট করুন। তারপর Select The Type অপশনে Visa সিলেক্ট করুন। এ দুটি কাজ সম্পন্ন হওয়ার পর আপনার সামনে নিচে দেখানো পেজটি আসবে।
শেষ ধাপঃ
এখন Passport No এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বার বসান। Passport Expire Date এর জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার এর মেয়াদ বসান। Nationality এর ঘরে আপনার জাতীয়তা হিসেবে Bangladeshi সিলেক্ট করুন সবশেষে I’m not a robot অপশনটিতে ক্লিক করে ক্যাপচা পূরণ করুন এবং সার্চ অপশনে ক্লিক করুন এখন আপনি আপনার ভিসার সমস্ত তথ্য দেখতে পারবেন।
মনে রাখবেনঃ
ভিসা জালিয়াতি আমাদের দেশে খুবই সাধারণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বিদেশে যাওয়ার জন্য যে ভিসার জন্য যে আবেদন করে তা মূলত কোনো না কোনো দালাল বা এজেন্সির মাধ্যমেই করে থাকে। এই সমস্ত এজেন্সি দ্বারা মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হয়। তাই প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পেতে বিদেশ যাওয়ার সময় অবশ্যই আপনার ভিসাটি ভালো করে চেক করে নিবেন।