সৌদি আরবে কোন কাজের চাহিদা ও বেতন বেশি ২০২৫

বর্তমানে বাংলাদেশীদের জন্য বিদেশী শ্রমবাজারের মধ্যে সৌদি আরব প্রথম পছন্দের জায়গা। সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে লাখ লাখ বাঙালি কর্মরত আছেন এবং প্রতিদিনই নতুন নতুন বাঙালি সৌদি আরবে কাজের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন। যদি বিদেশ যাওয়ার আগে জেনে যাওয়া যায় নির্দিষ্ট সেই দেশে কোন কাজের চাহিদা ও বেতন বেশি তাহলে সবার জন্যই ভালো হয়। তাহলে চলুন জেনে নেয়া যাক সৌদি আরবে কোন কাজে চাহিদা সবচেয়ে বেশি।

কোন কাজের চাহিদা বেশিঃ

সাধারণত সৌদি আরবে কনস্ট্রাকশন সাইটে শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি থাকে। কনস্ট্রাকশন সাইটের মধ্যে রয়েছে- স্টিল-ফিক্সার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, মেশন, কার্পেন্টার এবং সাধারণ লেবার বা শ্রমিক। এছাড়াও সৌদি আরবে ড্রাইভিং ভিসার ব্যাপক চাহিদা। বাংলাদেশ থেকে অনেক শ্রমিকই সৌদি আরবের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টেও কাজ করে থাকে।

কোন কাজের বেতন কতঃ 

সৌদি আরবে বেতনের ধরা বাধা কোন পরিমাপ নেই। বেতনের বিষয়টি সম্পূর্ণই নির্ভর করে কোম্পানির উপর। তবে বিভিন্ন কোম্পানি ভেদে বেতন সাধারণত নিম্নরূপ হয়ে থাকে:

        কাজের ধরন            বেতন (সৌদি রিয়াল) 
        সাধারণ শ্রমিক        ৮০০ থেকে ১০০০
 প্লাম্বার, স্টিল-ফিক্সার,         ইলেকট্রিশিয়ান,               মেসন, কার্পেন্টার        ১২০০ থেকে ১৬০০
           ড্রাইভার        ১২০০ থেকে ১৪০০
         ফোরম্যান        ১৮০০ থেকে ২৫০০
   হোটেল বা রেস্টুরেন্ট        ১৫০০ থেকে ২৫০০

    বর্তমানে সৌদির ১ রিয়াল=৩১.৭৪ টাকা

উপরে দেখানো বেতনের তালিকায় কোম্পানির বেসিক বেতন সম্পর্কে বলা হয়েছে। বেসিক বেতনের বাইরেও বিভিন্ন কোম্পানি ওভার ডিউটি দিয়ে থাকে এবং সেখান থেকে একজন সাধারণ শ্রমিক মূল বেতনের বাইরে মাসে ৫০০ থেকে ৭০০ রিয়াল পর্যন্ত অতিরিক্ত অর্থ ইনকাম করতে পারে। তাছাড়া অন্যান্য পেশায় যারা নিযুক্ত আছে তার স্ক্রিলের উপর ভিত্তি করে নিয়মিত ওভারটাইম ডিউটি করতে পারলে অতিরিক্ত ১০০০ থেকে ১৫০০ রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারে। অর্থাৎ সৌদি আরবে সব মিলিয়ে একজন সাধারণ শ্রমিক প্রতি মাসে ১২০০ থেকে ১৫০০ রিয়াল এবং একজন দক্ষ শ্রমিক প্রতি মাসে ১৮০০ থেকে ২৫০০ রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারে। তবে কেউ কেউ ক্ষেত্রবিশেষে এর চেয়ে বেশিও ইনকাম করে থাকে।

1 thought on “সৌদি আরবে কোন কাজের চাহিদা ও বেতন বেশি ২০২৫”

Leave a Comment