বিদেশ যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদেশে কাজ করার জন্য আপনি শারীরিকভাবে ফিট কিনা এটি পরীক্ষা করার মাধ্যম হচ্ছে মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্টে ফিট না হলে কোন দেশি কাজের ভিসা দেয় না। অর্থাৎ মেডিকেল টেস্টে আনফিট হলে আপনার বিদেশ যাত্রা সমাপ্তি ঘটে যাবে। তাই আপনি যদি ইতোমধ্যে বিদেশের জন্য মেডিকেল টেস্ট দিয়ে থাকেন তাহলে চেক করে নিন আপনি ফিট নাকি আনফিট।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট চেক করার নিয়মঃ
পাসপোর্ট নাম্বার ব্যবহার করেই মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট পাওয়া যায়। সবচেয়ে সহজ উপায়ে আপনার মেডিকেল রিপোর্ট পেতে প্রথমেই এই লিংকে ক্লিক করুন https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus । ক্লিক করার পর আপনার সামনে নিচে দেখানো ওয়েব পেজটি ওপেন হবে। সম্ভব হলে ইংরেজি করে নিন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ইংরেজি না করতে পারলেও সমস্যা নেই আমাদের দেখানো নির্দেশনা মেনে চলুন।
এখন No Passport এর জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার এবং Warganegara এর জায়গায় আপনার জাতীয়তা বাছাই করুন। সবশেষে Carian অপশনটিতে ক্লিক করুন। এখন আপনি সহজেই দেখতে পারবেন আপনি মালয়েশিয়ার ভিসা পাওয়ার জন্য ফিট কি না। যদি ফিট হয়ে থাকেন তাহলে আপনি মালয়েশিয়ার ভিসা পাবেন।
কি কি সমস্যা থাকলে মেডিকেল টেস্টে আনফিট আসেঃ
অনেকেই জানতে চায় আসলে কি কি সমস্যার জন্য মেডিকেলে আনফিট আসতে পারে। সাধারণত বিদেশ কাজের ভিসায় যাওয়ার জন্য যে মেডিকেল টেস্ট করা হয় সেই মেডিকেলে যদি আপনার এইচআইভি পজিটিভ থাকে, রক্তে জন্ডিস থাকে, আপনি যদি সর্দির রোগী হয়ে থাকেন, যদি আপনার অতিরিক্ত মাত্রায় চড়মরোগ থেকে থাকে বা যদি হার্টের রোগী হয়ে থাকেন তাহলে আপনি মেডিকেল টেস্টে আনফিট বলে গণ্য হবেন। তাই যদি আপনি বিদেশ যেতে ইচ্ছুক হন আর আপনার এগুলোর মধ্যে কোন একটি সমস্যা থেকে থাকে তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন এবং চিকিৎসা নিয়ে রোগটি সারিয়ে তোলার চেষ্টা করুন।
ফিট না হলে করণীয়ঃ অনেক সময়ই বিভিন্ন কারণে মেডিকেল টেস্টে আনফিট আসতে পারে। সেক্ষেত্রে তৎক্ষণাৎ ভিসা পাওয়ার কোন উপায় নেই। আপনি যে সমস্যার কারণে মেডিকেলে আনফিট হয়েছেন তা চিহ্নিত করুন এবং সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থাৎ ঐ রোগটি সারিয়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। পরবর্তীতে আবার মেডিকেল টেস্টে অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন।
মেডিকেল টেস্টের মেয়াদ কতদিন থাকেঃ
মালয়েশিয়ার মেডিকেল টেস্টের মেয়াদ থাকে ৩মাস। যদি এই সময়ের মধ্যে আপনার ভিসাটি না আসে তাহলে মেডিকেলের মেয়াদ শেষ বলে বিবেচিত হবে এবং পুনরায় আপনার মেডিকেল টেস্ট করে তারপর আবার ভিসার জন্য আবেদন করতে হবে।
অনলাইনে মেডিকেল রিপোর্ট না পেলে করণীয়ঃ
অনেক সময় বিভিন্ন ভুলের কারণে বা যান্ত্রিক ত্রুটির কারণে অনলাইনে মেডিকেল রিপোর্ট আসে না। সে ক্ষেত্রে চিন্তিত না হয়ে যে মেডিকেল সেন্টারে আপনার মেডিকেল টেস্ট করেছিলেন সেই জায়গায় যোগাযোগ করুন। তাহলে আপনার মেডিকেল রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অবশ্যই মেডিকেল টেস্ট দেওয়ার পর ওই মেডিকেল সেন্টারের ফোন নাম্বার আপনার ফোনে সেভ করে রাখবেন। পরবর্তীতে বিভিন্ন প্রয়োজনে কাজে লাগতে পারে।