মালয়েশিয়ায় বাঙালি শ্রমিকের চাহিদা প্রচুর রয়েছে। প্রতিবছর হাজার হাজার বাঙালি শ্রমিক মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে পাড়ি জমায়। তবে মালয়েশিয়ায় পাড়ি জমানো শ্রমিকদের জীবন যেন দুর্বিষহ না হয় এজন্য অবশ্যই যাওয়ার আগে ভিসা চেক দেয়া উচিত। কারণ অনেক সময় দালালরা শ্রমিক ভাইদের সাথে প্রতারণা করে থাকে তারা একটি ভিসার কথা বলে অন্য ভিসা দিয়ে দেয়। এর ফলে প্রবাসে দুঃস্বপ্নের মত দিন কাটাতে হয়। এই প্রতারণা থেকে বাঁচতে তাই অবশ্যই যাওয়ার আগে ভিসা চেক করে যাবেন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চাহিদা মত ভিসা পেয়েছেন কি না।
ভিসা চেক দেওয়ার সময় অনেকের মনে ভয় কাজ করে। তারা বুঝতে পারে না তারা কিভাবে তাদের ভিসাটি চেক দেবে। আবার কেউ কেউ ভাবে তাদের চেক দেওয়া হয় তো ভুল হতে পারে। তাই এইসব দিক বিবেচনা করে আমি আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিসা চেক দেওয়ার প্রক্রিয়াটি দেখিয়ে দেব। মনোযোগ দিয়ে আর্টিকেলটি করুন এবং আমার দেখানো পথে আপনি নিজেই চেষ্টা করুন।
মালয়েশিয়ার ভিসা চেক করার নিয়মঃ
মালয়েশিয়ার ভিসা চেক করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমরা এক এক করে মোটামুটি কয়েকটি পদ্ধতিতে ভিসা চেক করা শিখব। এ সকল পদ্ধতি গুলোর মধ্যে সবচেয়ে পরিচিত পদ্ধতি হলো পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক। তাছাড়াও অ্যাপ্লিকেশন নাম্বারের সাহায্যেও ভিসা চেক করা যায়, আমি প্রবাসী নামক অ্যাপ দিয়েও আপনি এই কাজটি করতে পারেন। সবশেষে মালয়েশিয়ার কলিং ভিসা চেক করারও পদ্ধতি আপনি জানতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেকের পদ্ধতি
আপনার কাজটি সবচেয়ে সহজ ও সাবলীল উপায়ে করতে আপনি প্রথমেই https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এই লিংকটিতে প্রবেশ করুন। তারপর আপনার সামনে নিচে দেখানো পেইজের মত একটি পেইজ ওপেন হবে।
No Passport এর জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার বসান। Warganegara এর জায়গায় Bangladeshi সিলেক্ট করুন। তারপর ডানদিকে Carian এ ক্লিক করুন। এখন আপনি আপনার ভিসার সকল তথ্য দেখতে পাবেন। Warganegara, Carian- এগুলো মূলত মালয়েশিয়ান শব্দ। যদি আপনার এগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে গুগল ট্রান্সলেটরের সাহায্যে পেজটি ইংরেজি করে নিন। ইংরেজি করার পর পেজটি নিম্নরূপে দেখতে পাবেনঃ
অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কলিং ভিসা চেকঃ পাসপোর্ট নাম্বার দিয়ে যেমন ভিসা চেক করা যায় তেমনি ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও ভিসা চেক করা যায়। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ভিসা চেক করতে চাইলে প্রথমে আপনাকে https://eservices.imi.gov.my/myimms/PRAStatus এই লিংকে প্রবেশ করতে হবে। তখন আপনাকে নিচে দেখানো এই পেইজে নিয়ে আসা হবে।
পেজটি মালয়েশিয়ান ভাষায় থাকবে। আপনার বোঝার সুবিধার্থে ইংরেজি করে নিন এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বার সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে search বাটনে ক্লিক করুন এবং আপনার ভিসার সমস্ত তথ্য জেনে নিন।