সৌদি আরবের ভিসা পাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট অত্যন্ত জরুরি। যারা কাজের ভিসায় সৌদি আরব যেতে চাচ্ছেন তারা সৌদি আরবের কাজ করার জন্য শারীরিকভাবে ফিট কি না তা মেডিকেল রিপোর্টের মাধ্যমে জানা যায়। যদি মেডিকেল রিপোর্টে ফিট আসে তাহলে আপনি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন আর যদি রিপোর্টে আনফিট আসে তাহলে আপনি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন না। তাই এটি নিজে নিজে চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে সৌদি আরবের মেডিকেল টেস্টের রিপোর্ট চেক করা যায়। তাই মনোযোগ দিয়ে আর্টিকেলটি পড়ুন এবং নিজের মোবাইল দিয়েই আপনার মেডিকেল রিপোর্ট চেক করে নিন।
কতভাবে মেডিকেল রিপোর্ট চেক করা যায়ঃ
সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করার অনেক উপায় থাকলেও সবচেয়ে পরিচিত এবং বহুল ব্যবহৃত দুইটি উপায় রয়েছে। এর মধ্যে একটি হল পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল টেস্টের রিপোর্ট চেক এবং অপরটি হল ওয়াফিদ স্লিপ দিয়ে রিপোর্ট চেক।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের মেডিকেল টেস্টের রিপোর্ট চেক:
সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক কে বলা হয় গামকা মেডিকেল রিপোর্ট চেক। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র পাসপোর্ট নাম্বার ব্যবহার করেই আপনি আপনার মেডিকেল টেস্টের রিপোর্ট ঘরে বসেই চেক করে নিতে পারেন । প্রক্রিয়াটি খুবই সহজ এবং আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে এটি করতে পারবেন।
আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সাহায্যে যদি আপনি আপনার মেডিকেলের রিপোর্ট চেক করতে চান তাহলে গুগল ক্রোমে গিয়ে www.wafid.com লিখে সার্চ করুন। অথবা যদি সবচেয়ে কম সময়ে এবং কম পরিশ্রমে মেডিকেল রিপোর্ট চেক করতে চান তাহলে সরাসরি wafid.com/medical-status-search/ এই লিংকটিতে প্রবেশ করুন। এখন আপনার সামনে নিচে দেখানো ইন্টারফেসটি চলে আসবে।
এখন আপনি চাইলে পাসপোর্ট নাম্বার দিয়ে অথবা ওয়াফিদ স্লিপ নাম্বার দিয়েও মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন। তবে বেশিরভাগ মানুষ পাসপোর্ট নাম্বার দিয়েই মেডিকেল রিপোর্ট চেক করে থাকে। তাই By Passport Number অপশনটি সিলেক্ট করুন। এখন Passport No এর জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার বসিয়ে দিন এবং Nationality এর ঘরে Bangladeshi অপশনটি সিলেক্ট করুন।
এখন Check অপশনটিতে ক্লিক করুন এবং সাথে সাথেই আপনার মেডিকেল রিপোর্টের স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে। যদি আপনি মেডিকেলে ফিট হয়ে থাকেন তাহলে নিচে দেখানো ছবির মত আপনার ছবির উপরের দিকে FIT লেখা থাকবে আর যদি আনফিট হয়ে থাকেন তাহলে একই জায়গায় UNFIT লেখা থাকবে। আরো ভালোভাবে বোঝার সুবিধার্থে নিজে একটি মেডিকেল টেস্ট রিপোর্টের নমুনা ছবি দেয়া হলোঃ