সিঙ্গাপুর আইপি চেক দেওয়ার নিয়ম ২০২৫

বাংলাদেশী প্রবাসী ভাইদের জন্য সিঙ্গাপুর প্রথম পছন্দের দেশ গুলির মধ্যে একটি। প্রতিবছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ কাজের উদ্দেশ্যে সিঙ্গাপুর পাড়ি জমায়। আর এই যাত্রা যেন সুখ ও স্বাচ্ছন্দের হয় তাই সিঙ্গাপুর যাওয়ার পূর্বে অবশ্যই সিঙ্গাপুরের ভিসা বা আইপিএ চেক দিয়ে যাওয়া উচিত যেন পরবর্তীতে কোন ধরনের বিরম্বনায় না পড়তে হয়। অনেকেই জানেন না সিঙ্গাপুরের আইপিএ কিভাবে অনলাইনে নিজের মোবাইলের মাধ্যমেই চেক করা যায়। তাহলে চলুন শিখে নেয়া যাক পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে সিঙ্গাপুরের আই পি বা ওয়ার্ক পারমিট ভিসা চেক করা যায়। 

সিঙ্গাপুরের আইপিএ/ওয়ার্ক পারমিট ভিসা চেক 

পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট ভিসা বা আইপি আপনি চাইলে আপনার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই ২ মিনিটের মধ্যে চেক করে নিতে পারেন। আপনি মোবাইল ফোন অথবা কম্পিউটার যাই ব্যবহার করেন না কেন আইপিএ চেক করার পদ্ধতি একই। শুধু মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি একবার পড়ুন এবং নিজে নিজেই আইপিএ বের করার চেষ্টা করুন। প্রতিটি ধাপে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সামনে কি রকম ইন্টারফেস আসবে এবং আপনার কি কি করতে হবে তা একদম ধাপে ধাপে হাতে কলমে শিখিয়ে দেয়া হবে। তাই মনোযোগ দিয়ে নিম্নলিখিত ধাপ গুলো অনুসরণ করলে যে কেউ খুব সহজেই সিঙ্গাপুরের আইপি চেক করতে পারবে।

# ধাপ-১ঃ

যদি মোবাইল ফোন অথবা কম্পিউটার  দিয়ে আইপি চেক করতে চান তাহলে সরাসরি ( https://service2.mom.gov.sg/workpass/enquiry/prelanding ) -এই লিংকে প্রবেশ করুন অথবা আপনি চাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে Check a Work Pass লিখে সার্চ করতে পারেন। আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করুন।

# ধাপ-২

 

এখন আপনার সামনে উপরে দেখানো ছবির মত একটি ইন্টারফেস অন হবে। এখান থেকে আপনার পছন্দমত ভাষা বাছাই করে নিন।

# ধাপ-৩ঃ  আপনার সামনে নিচে দেখানো ছবির মত একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার কোন কাজ করতে হবে না। শুধুমাত্র START বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠায় চলে যান।

#ধাপ-৪:

এটি হচ্ছে শেষ ধাপ। নিচের দেখানো ছবিটি ভালো করে লক্ষ্য করুন।

আপনার জন্ম তারিখ বসান। এরপর পাসপোর্ট নাম্বার সিলেক্ট করুন। এরপর আপনার পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে দিন। সবশেষে Submit বাটনে ক্লিক করুন। এখন আপনি আপনার ভিসার সকল তথ্য এখানে দেখতে পারবেন এবং আপনার স্পনসর্ড কোম্পানি বা ভিসা দাতা কোম্পানি সম্পর্কে জানতে পারবেন। আপনি চাইলে ভিসার পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকেই আপনার ভিসাটি কবে ইস্যু হয়েছে এবং মেয়াদ কতদিন আছে সেসব তথ্য জানতে পারবেন।

ভালো ভিসা চেনার উপায়

যদি আপনি সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাহলে অবশ্যই মিলিয়ে নেবেন Pass Type অপশনটিতে Work Permit লেখা আছে কিনা এবং আপনার ভিসাটি Valid কিনা। একটি ভালো ওয়ার্ক পারমিট ভিসা অবশ্যই এই দুইটি লেখা থাকবে। যদি এর কোনটি না থাকে অথবা কোন একটিও না থাকে তাহলে সেই ভিসা আপনার জন্য ভালো নয়।

Leave a Comment