হজ প্যাকেজ ২০২৫ এর খরচ ও সুবিধা সহ সকল বিস্তারিত

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলাদেশ সরকার হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছে –প্যাকেজ  ১ এবং প্যাকেজ ২এবার বাংলাদেশ থেকে হজের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। চলুন তাহলে জেনে নেয়া যাক সরকারি হজ প্যাকেজ ২০২৫ এবং বেসরকারি হজ প্যাকেজ ২০২৫ এর মূল্য এবং সুবিধা সমূহ।

হজ প্যাকেজের মূল্য

  •  হজ প্যাকেজ ১ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ২৪২ টাকা। 
  • হজের প্যাকেজ ২ এর মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। প্যাকেজ ১ এর তুলনায় প্যাকেজ ২ তুলনামূলক বেশি সুবিধাজনক হওয়ার কারণে এর দাম একটু বেশি।
  • বেসরকারি মাধ্যমে হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

(বিগত বছরগুলোর তুলনায় এ বছর হজের প্যাকেজের মূল্য কমিয়ে আনা হয়েছে)

হজ প্যাকেজ ১ এর সুবিধা

  1. মক্কার হারাম শরীফের বহি চত্তর হতে তিন কিলোমিটারের মধ্যে আবাসন এবং যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা।
  2. মদিনায় মসজিদে নববী হতে সর্বোচ্চ দেড় কিলোমিটার এর মধ্যে আবাসন।
  3. মিনা আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিস সুবিধা এবং গ্রিন জোনে তাবুর অবস্থান।হজের প্যাকেজ 2025
  4. মক্কার হোটেল থেকে বাসে করে মিনার তাবুতে এবং মিনা- আরাফা- মুজদালিফা থেকে মিনায় ট্রেনে করে যাতায়াতের ব্যবস্থা
  5. মিনা এবং আরাফায় খাবার পরিবেশন এর দায়িত্ব থাকবে মোয়াল্লেমের।
  6. মক্কা ও মদিনায় প্রতি রুমে সর্বোচ্চ ছয় জনের আবাসন এবং সাথে অ্যাটাস্ট বাথের সুবিধা।
  7. হোটেল কক্ষে রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকবে।
  8. মক্কা মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।
  9. প্রতি ৪৬ জন হজ যাত্রীর জন্য ১ জন গাইড নিযুক্ত থাকবেন।

[প্রত্যেক হজ যাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কুরবানী বাবদ ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে। ২০২৪ সালের তুলনায় হজ প্যাকেজ ১ এর মূল্য ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কমেছে ]

হজের প্যাকেজ ২ এর সুবিধা

  1. মক্কায় হারাম শরীফের বহি চত্তর থেকে ১.৫ কিলোমিটার এর মধ্যে আবাসন।মদিনায় মারকাজিমা (সেন্ট্রাল এরিয়া) এলাকায় আবাসন।
  2. মিনায় ইয়োলো জোনে (জোন-২) তাঁবুর অবস্থান এবং মিনা আরাফায় আপগ্রেটেড ডি ক্যাটাগরির সার্ভিস সুবিধা।
  3. মক্কার হোটেল থেকে বাসে করে মিনার তাবুতে এবং মিনা- আরাফা- মুজদালিফা থেকে মিনায় ট্রেনে করে যাতায়াতের ব্যবস্থা।
  4. মিনা এবং আরাফায় খাবার পরিবেশন এর দায়িত্ব থাকবে মোয়াল্লেমের।
  5. মক্কা ও মদিনায় প্রতি রুমে সর্বোচ্চ ছয় জনের আবাসন এবং সাথে অ্যাটাস্ট বাথে সুবিধা।
  6. হোটেল কক্ষে রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকবে।
  7. মক্কা মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।
  8. প্রতি ৪৬ জন হজ যাত্রীর জন্য ১ জন গাইড নিযুক্ত থাকবেন।

[ প্রত্যেক হজ যাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কুরবানী বাবদ ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে। হজ প্যাক ২ এর মূল্য গত বছরের তুলনায় ১১৭.৬৮ টাকা কমেছে ]

বেসরকারি এজেন্সির বৈশিষ্ট্য

  1. মক্কায় হারাম শরীফের বহিচ্চত্ব হতে তিন কিলোমিটারের মধ্যে আবাসন  এবং হারাম শরীফে যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা
  2. মদিনায় মসজিদে নববী হতে সর্বোচ্চ দেড় কিলোমিটার এর মধ্যে আবাসন
  3. মিনা আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিস সুবিধা এবং গ্রিন জোনে তাবুর অবস্থানহজের প্যাকেজ 2025
  4. মক্কা ও মদিনায় প্রতি রুমে সর্বোচ্চ ছয় জনের আবাসন এবং সাথে অ্যাটাস্ট বাথের সুবিধা
  5. মক্কা মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে
  6. প্রতি ৪৬ জন হজ যাত্রীর জন্য ১ জন গাইড নিযুক্ত থাকবেন
  7. ভিসায় ইস্যু হবে ১৯ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ হতে এবং ২৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ হজ ফ্লাইট হতে হবে।

 

Leave a Comment