সাইপ্রাসের বেতন কত, কোন কাজের চাহিদা বেশি বিস্তারিতসহ জেনে নিন ২০২৫

সাইপ্রাস দেশটি দুই অংশে বিভক্ত। যার একটি অংশের নাম নর্থ সাইপ্রাস বা তুর্কি সাইপ্রাস এবং অন্য অংশটির নাম হল সাউথ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস। বর্তমানে সাইপ্রাসে শ্রমিকের চাহিদা বেশি হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কাজে সাইপ্রাসে জনবল নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ থেকেও এর সংখ্যা নেহায়েত কম নয়। সাইপ্রাসের জীবনযাত্রার মান খুবই ভালো। সেখানে উন্নত জীবন মানের পাশাপাশি খুব ভালো পরিমাণের অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে।

নর্থ বা তুর্কি সাইপ্রাস বেতন কত

নর্থ এবং সাউথ সাইপ্রাসের মধ্যে বাংলাদেশী কর্মীরা সাধারণত নর্থ সাইপ্রাসে বেশি গিয়ে থাকে। কারণ নর্থ সাইপ্রসে যাওয়া কিছুটা সহজ এবং সেখানকার অবস্থাও তুলনামূলক বেশি স্থিতিশীল।

নর্থ সাইপ্রাস মূলত তুর্কি শাসিত অঞ্চল। তাই এখানে মুদ্রার যে বিনিময় হয় তার নাম তুর্কি লিরা। অর্থাৎ নর্থ সাইপ্রসে থাকা কর্মীরা যে বেতন পায় তা তুর্কি টাকায় প্রদান করা হয়। নর্থ সাইপ্রাসের আইন অনুযায়ী এবং সর্বশেষ প্রকাশিত গেজেট অনুযায়ী আপনি যে কোম্পানির যে পদেই নিযুক্ত থাকুন না কেন আপনার সর্বনিম্ন বেতন হবে ২০০০২.৫০ তুর্কি লীরা যা বাংলাদেশী টাকায় ৬৭,৪০৮ টাকা। কিন্তু এই টাকা থেকে মাসের শেষে একটি নির্দিষ্ট হারে ভ্যাট কেটে নেওয়ার পর আপনি মূল বেতন হিসেবে পাবেন 17,002.12 তুর্কি লিরা যা বাংলাদেশী টাকায় ৫৭,৬৩৭ টাকা।

গ্রিক সাইপ্রাস বেতন কত

গ্রিক সাইপ্রসে বেতন তুলনামূলকভাবে অনেক বেশি। গ্রিক সাইপ্রাস সাউথ সাইপ্রাস হিসেবেও পরিচিত। সাইপ্রাসের এই অঞ্চলটি গ্রিসের মাধ্যমে পরিচালিত হয়। এ অঞ্চলের মুদ্রার নাম ইউরো। মূলত যারাই সাইপ্রাসে যায় তাদের লক্ষ্য থাকে সাউথ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাসে প্রবেশ করার। কেননা তুর্কি সাইপ্রাসের তুলনায় গ্রিক সাইপ্রাসের সকল সুযোগ সুবিধা অনেক বেশি।

গ্রিক সাইপ্রাসের বেতন আপনার কাজের দক্ষতার উপর নির্ভর করবে। আপনি যদি গ্রিক সাইপ্রাসের একজন নিয়মিত কর্মী হন অর্থাৎ কমপক্ষে ছয় মাস কাজ করার পর আপনার নূন্যতম বেতন ধরা হবে ১০০০ ইউরো যা বাংলাদেশী টাকায় 124,280.00 টাকা। প্রতি সপ্তাহে অন্তত নূন্যতম ৪০ ঘন্টা কাজ করতে হবে। তবে আপনার বিশেষ কোন কাজে দক্ষতা থাকলে আপনার বেতন আরো অনেক বেশি হতে পারে। সাইপ্রাসে কোন দক্ষ সাধারন শ্রমিকের বেতন দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।

সারা বিশ্বে শ্রমিকদের সবচেয়ে বেশি বেতন দেয়ার দিক থেকে সাইপ্রাসের অবস্থান ২৯ তম। সাইপ্রাসের প্রতি বছর ১২ বার বেতন প্রদান করার নিয়ম রয়েছে। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বা আই টি পেশায় সাইপ্রাসে যেতে চান তাদের বেতন তিন থেকে পাঁচ লক্ষ টাকাও হতে পারে।

source: https://wageindicator.org/

স্টুডেন্ট ভিসায় সাইপ্রাস বেতন কত

স্টুডেন্ট ভিসার জন্য নির্দিষ্ট কোন বেতনের স্কেল নেই। স্টুডেন্ট ভিসায় গেলে বেতন নির্ভর করে কাজ খুঁজে পাওয়ার উপর এবং কর্মস্পৃহার উপর। যেহেতু সাইপ্রাসে কর্ম সংকট নেই তাই সেখানে অবশ্যই কাজে নিশ্চয়তা রয়েছে। একজন শিক্ষার্থী মাস শেষে গড়ে ১০০০ ইউরো উপার্জন করতে পারে। তবে অনেক শিক্ষার্থী রয়েছে যারা প্রতিদিন একের অধিক চাকরি করে এবং মাসে ১৫০০ থেকে ৩০০০ ইউরো পর্যন্ত উপার্জন করে থাকে। স্টুডেন্ট ভিসায় সাধারণ শ্রমিকের চেয়ে অনেক বেশি টাকা উপার্জন করা যায়।

সাইপ্রাসে কোন কোন কাজে চাহিদা বেশি

সাইপ্রাসে প্রায় সকল ধরনের কাজেরই প্রচুর চাহিদা রয়েছে। কেননা তারা প্রায় প্রতিটি সেক্টরের কাজের জন্য বাইরের দেশের কর্মীদের ওপর প্রবল ভাবে নির্ভরশীল। তবুও সাইপ্রাসে নিম্নোক্ত কাজের চাহিদা অত্যন্ত বেশিঃ

  • হাউজ ওয়ার্কারঃ সাইপ্রাসে বৃদ্ধ মানুষদের দেখাশোনা করার জন্য প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাউজ ওয়ার্কার ভিসায় কর্মী নিয়ে থাকে।
  • কনস্ট্রাকশন লেবারঃ সাইপ্রাস একটি দ্রুত উন্নয়নশীল দেশ। তাই প্রতিনিয়ত কনস্ট্রাকশন কাজের জন্য সেখানে কর্মী নিয়োগ দেয়া হয়।
  • হোটেল বা রেস্টুরেন্ট বয়ঃ হোটেল এবং রেস্টুরেন্টে প্রচুর কর্মী চাহিদা রয়েছে।
  • ডাক্তার ইঞ্জিনিয়ারঃ অন্যান্য দেশের মতো সাইপ্রাসেও দক্ষ ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের কদর রয়েছে।

এ সকল পেশা ছাড়াও সাইপ্রসে বিভিন্ন পেশায় অসংখ্য কাজের সুযোগ রয়েছে।

FAQ’S

সাইপ্রাস কি ইউরোপীয় ইউনিয়নের দেশ?

সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের দেশ নয়।

সাইপ্রাসের মানুষের ধর্ম কি?

সাইপ্রাসের বেশিরভাগ মানুষ খ্রিস্ট ধর্মের অনুসারী এবং এর সংখ্যা প্রায় মোট জনসংখ্যার ৭৩% ।

সাইপ্রাসে পড়াশোনার পাশাপাশি চাকরি করা যাবে কি না?

অবশ্যই সাইপ্রাসে পড়াশোনা পাশাপাশি চাকরি করা যায়।

Leave a Comment