বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার এখনো পর্যন্ত এক ও অদ্বিতীয় উপায় হচ্ছে ইপিএস। ইপিএস এ অংশগ্রহণ করার জন্য অবশ্যই প্রথমে লটারিতে অংশগ্রহণ করতে হবে।
তবে লটারি ছাড়াও দক্ষিণ কোরিয়া যাওয়া যায়। কিন্তু সেটা ওয়ার্ক পারমিট ভিসায় নয়। সেটা হতে পারে টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা অথবা বিজনেস ভিসা।
স্টুডেন্ট ভিসাঃ বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্ট দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার জন্য গিয়ে থাকে। দক্ষিণ কোরিয়া প্রতি বছর উচ্চ শিক্ষা তথা অনার্স মাস্টার্স পিএইচডি রিসার্চ মেডিকেল এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে শিক্ষার সুযোগ করে দেয়। সেখানে উচ্চশিক্ষা গ্রহণের জন্য আইইএলটিএস স্কোর ৫.৫ এর উপরে হলে ভালো হয়।কোরিয়ার কিছু বিশ্ববিদ্যালয় আইএলটিএসের দরকার হলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস এর প্রয়োজন হয় না।
পড়াশোনার পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় কাজের ব্যবস্থাও থাকে। একজন শিক্ষার্থীর ভাষা দক্ষতা এবং কাজে পারদর্শিতা থাকলে মাস শেষে বেশ ভালো অর্থ ইনকাম করা সম্ভব।
বিজনেস ভিসা: দক্ষিণ কোরিয়া বিজনেস ভিসা প্রদান করে থাকে তবে সে ক্ষেত্রে শর্ত হলো দক্ষিণ কোরিয়ায় ৫ লক্ষ ডলারের উপরে বিনিয়োগ করতে হবে যা বেশিরভাগ বাঙালি পক্ষেই সম্ভব নয়। বাঙালি সাধারণত দক্ষিণ কোরিয়ায় বিজনেস এর উদ্দেশ্যে যায় না।
টুরিস্ট ভিসাঃ ভ্রমণের জন্য দক্ষিণ কোরিয়া চমৎকার একটি জায়গা। বিশ্বের সকল প্রান্ত থেকে প্রতিনিয়ত দক্ষিণ কোরিয়ায় অসংখ্য পর্যটক প্রতি বছর ভ্রমণ করে থাকে। বাংলাদেশ থেকেও পর্যটকের সংখ্যা কম নয়।
দক্ষিণ কোরিয়ায় রয়েছে অসংখ্য কাজের সুযোগ। তাই অনেকে দক্ষিণ কোরিয়ায় ভ্রমণের উদ্দেশ্যে গিয়েও কাজে লিপ্ত হয়ে পড়ে। অসংখ্য কাজ থাকায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করতে পারলে কাজের অভাব হয় না। প্রায় লক্ষাধিক মানুষ বিভিন্ন দেশ থেকে টুরিস্ট ভিসায় দক্ষিণ কোরিয়া গিয়ে কাজ করছে।
টুরিস্ট ভিসার মেয়াদ থাকে ৯০ দিন অর্থাৎ তিন মাস। তারপরেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ব্যক্তিকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়। দক্ষিণ কোরিয়ায় অবৈধ শ্রমিকের সংখ্যাও লক্ষাধিক।
যদি দক্ষিণ কোরিয়ায় কাজ করার উদ্দেশ্য থাকে তাহলে এরকম অবৈধ পন্থা অবলম্বন না করে বৈধভাবে এপিএস এর আওতায় বোয়েসেলের মাধ্যমে যাওয়াই ভালো। এক্ষেত্রে অবৈধ হওয়ার সম্ভাবনা নেই।
কোরিয়া সম্পর্কে আরো জানতে পড়ুন-
দক্ষিণ কোরিয়া কৃষি কাজের ভিসা ২০২৫