রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক লিংক সহ ২০২৫

পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজে রোমানিয়ার ভিসা চেক করা যায়। এছাড়া  fiscal code দিয়েও রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা চেক করা যায়। আপনি যদি রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হাতে পেয়ে থাকেন কিন্তু অনলাইনে কিভাবে চেক করবেন তা না বুঝে থাকেন তাহলে ভালো করে মনোযোগ দিয়ে নিচের নির্দেশনা গুলো পড়ুন এবং সেই অনুযায়ী হাতে থাকা মোবাইল ফোন দিয়ে চেষ্টা করুন। তাহলে খুব সহজে নিজের ভিসা নিজেই চেক করে নিতে পারবে না।

ওয়ার্ক পারমিট ভিসা কিঃ

শুধু রোমানিয়া নয় পৃথিবীর সকল দেশের ওয়ার্কপারমিট ভিসা পাওয়ার মানে হচ্ছে ওই দেশে কাজ করার অনুমতি পাওয়া অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা হলো কাজের ভিসা। বৈধভাবে দেশের বাইরে কাজ করতে হলে অবশ্যই নির্দিষ্ট সেই দেশের ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজন।

রোমানিয়ার ভিসা চেক করতে কি কি লাগেঃ

রোমানিয়ার ভিসা চেক করার জন্য আপনার লাগবে আপনার পাসপোর্ট নাম্বার অথবা ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার।

রোমানিয়ার ভিসা চেক করার পদ্ধতিঃ

অনেকগুলো উপায়ে রোমানিয়ার ভিসা চেক করা গেলেও সবচেয়ে সহজ তিনটি পদ্ধতি হল পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক,  fiscal code দিয়ে ভিসা চেক এবং “আমি প্রবাসী” নামক অ্যাপ দিয়ে ভিসা চেক।

পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়ার ভিসা চেকঃ

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে চাইলে প্রথমেই এই লিংকে প্রবেশ করুন  https://eviza.mae.ro/CheckVisaSticker ।  এখন আপনার সামনে নিচে দেখানো ছবির মত একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে।

Sticker number এর ঘরে আপনার ভিসার অ্যাপ্লিকেশন পত্রের ডিজিটের Sticker number টি বসান এবং এর ঘরে পাসপোর্ট নাম্বার বসিয়ে এ ক্লিক করুন তাহলে আপনার ভিসার যাবতীয় সকল তথ্য দেখতে পারবেন।

fiscal code দিয়ে ভিসা চেকঃ

fiscal code অথবা কোম্পানির নাম ব্যবহার করেও ভিসা চেক করা যায়। যদি fiscal code কোড ব্যবহার করে ভিসা চেক করতে চান তাহলে এই লিংকে প্রবেশ করুন https://www.romanian-companies.eu/ । লিংকে প্রবেশ করার পর আপনার সামনে নিম্নরূপএকটি পেজ প্রদর্শিত হবে।

এখন তীর চিহ্নিত স্থানে আপনার কোম্পানির নাম অথবা fiscal code বসিয়ে search অপশনে ক্লিক করুন। তাহলে আপনার কোম্পানির যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন। এমনকি কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করার জন্য কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল নাম্বার সহ হেল্পলাইন পেয়ে যাবেন। 

সতর্কতাঃ

বিদেশে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার উদ্দেশ্যে ভিজা হাতে পাওয়ার পর অবশ্যই ভিসাটি চেক করে নিবেন। কারণ প্রতিদিন অসংখ্য বিদেশগামী বাঙালি ভিসা জালিয়াতির শিকার হয়। এক ভিসার কথা বলে অন্য ভিসা প্রদান করা দালাল চক্রের নিত্যদিনের কাজে পরিণত হয়ে গিয়েছে। তাই বিদেশ যাওয়ার পূর্বে বিশেষ সতর্কতার জন্য আপনার ভিসাটি অবশ্যই অনলাইনে যাচাই করে নেবেন।

 

Leave a Comment