অনলাইনে কিভাবে মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা চেক দিতে হয় তা জানেন না? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ এখন আপনি জানতে পারবেন কিভাবে দ্রুততম সময়ে মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে হয়।
অনলাইনে মালদ্বীপের ভিসা চেক করতে কি কি প্রয়োজনঃ
অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা চেক করা যায়। তবে আপনি এখন যে প্রক্রিয়ায় ভিসা চেক করতে যাচ্ছেন তার জন্য আপনার প্রয়োজন হবে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার ভিসার কপি।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেকঃ
খুবই সহজ এবং দ্রুততম সময়ে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়। এজন্য আপনাকে প্রথমে- https://xpat.egov.mv/ এই লিংকে প্রবেশ করতে হবে। তাহলে নিম্নোক্ত ছবির মত একটি পেজ আপনার সামনে ওপেন হবে।
এখন স্ক্রল করে একটু নিচের দিকে আসুন এবং ক্লিক করুন । তারপর আপনি নিচে দেখানো ইন্টারফেস এর মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে Work Permit Verification অপশনটি সিলেক্ট করুন।
এখানে আপনার Work Permit Number এর জায়গায় আপনার Work Permit Number বসান এবং এর জায়গায় আপনি চাইলে আপনার নাম বসাতে পারেন অথবা আপনার পাসপোর্ট নাম্বার ও বসাতে পারেন। কিন্তু নাম ও পাসপোর্ট নাম্বার দুটো একসাথে বসাবেন না। যেকোনো একটি বসাবেন। সবশেষে Fetch অপশনে ক্লিক করে দেখে নিন আপনার ভিসার যাবতীয় সকল তথ্য ঠিক আছে কি না।
Work Permit Number কোথায় পাবেন:
আপনার ভিসা পেপারেই ওয়ার্ক পারমিট নাম্বার দেওয়া আছে। Employment Approval এর উপরের দিকে কিছুটা ডানে ওয়ার্ক পারমিট নাম্বার লেখা আছে (WPXXXXXXX)।