অন্যান্য দেশের তুলনায় বাহরাইনের ভিসা চেক করা তুলনামূলকভাবে খুবই সহজ। মধ্যপ্রাচ্যের দেশ বাহারাইনে প্রতিবছর হাজার হাজার বাংলাদেশী কাজের উদ্দেশ্যে যায়। যেহেতু বাইরের দেশে যেতে হলে ভিসার প্রয়োজন হয় তাই ভিসাটি আসল নাকি নকল তা যাচাই-বাছাই করে যাওয়া ভালো। যারা বাহরাইনের ভিসা হাতে পেয়েছেন এবং ভিসাটি অনলাইনে চেক করে দেখতে চান তাদের জন্য বাহরাইনের ভিসা চেক করার খুবই সহজ উপায় রয়েছে।
কয়ভাবে বাহারাইন ভিসা চেক করা যায়
বাহারাইন ভিসা চেক করার বেশ কয়েকটি উপায় রয়েছে। এগুলো হল মোবাইল অ্যাপের মাধ্যমে এবং অনলাইনে গুগল সার্চ করে। কিন্তু সবচেয়ে সহজ উপায় বাহারাইন ভিসা চেক করার পদ্ধতি চারটি। এগুলো হল: Identity Card, Work Permit Number, Application ID এবং Passport Number। আপনি চাইলে এর যেকোনো একটি বা সবকটি পদ্ধতি ব্যবহার করে বাহারাইন এর ভিসা চেক করতে পারবেন।
বাহরাইন ভিসা চেকঃ
বাহরাইনের ভিসা অনলাইনে চেক করার সম্পূর্ণ পদ্ধতি মনোযোগ দিয়ে পড়ুন এবং নিজে চেষ্টা করুন। অনলাইনে বারাইনের ভিসা চেক করার জন্য সর্বপ্রথম https://lmra.gov.bh/en/eligibilityrc এই লিংকটিতে প্রবেশ করুন। তাহলে আপনাকে নিচে দেখানো ওয়েব পেইজে নিয়ে আসা হবে। এখন তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করা যেকোনো একটি অপশন আপনার পছন্দমত বাছাই করুন এবং ক্যাপচা পূরণ করে সার্চ অপশনে ক্লিক করে আপনার ভিসার স্ট্যাটাস জেনে নিন।
মনে রাখবেনঃ
মধ্যপ্রাচ্যে অর্থাৎ আরব দেশে প্রতিনিয়ত অসংখ্য বাঙালি কাজের উদ্দেশ্যে যায় এবং এই ভিসার ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়। তাই কোন এজেন্সির কথায় প্রভাবিত না হয়ে নিজেই নিজের ভিসাটি চেক করে নিন। এতে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।