পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক ২০২৫

শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে ঘরে বসে দুই মিনিটের মধ্যে আপনার ভিসাটি চেক করে ফেলুন এবং বিভিন্ন এজেন্সির প্রতারণার চক্র থেকে বাঁচুন। সৌদি আরবে কাজের ভিসায় বা অন্যান্য যে কোন ভিসায় যেতে চাচ্ছেন কিন্তু ভিসা চেক করতে পারছেন না? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এখান থেকে জানতে পারবেন কিভাবে সৌদি আরবের সকল ভিসা চেক করা যায়।

সৌদি আরবের ভিসা চেক

প্রবাসে যাওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হচ্ছে ভিসা চেক করা। আপনি যদি কোন দালাল বা এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার না হতে চান সেজন্য অবশ্যই আপনাকে আপনার ভিসা চেক করে নিতে হবে। ভিসা চেক করার পরে আপনি বুঝতে পারবেন আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন এবং আপনার কাজ কি হতে যাচ্ছে । অনেক সময় অনেক দালাল বা এজেন্সি আপনাকে যে কাজের কথা বলে প্রবাসী নিয়ে যাবে অথবা যে কোম্পানির কথা বলে আপনাকে প্রবাসে পাঠাবে , প্রবাসে যাওয়ার পরে দেখবেন তাদের কথার সাথে কাজের কোন মিল নেই।

বিশেষ করে বাংলাদেশ থেকে যারা প্রবাসে ভ্রমণ করেন তাদের মধ্যে প্রতিনিয়তই দালাল বা এজেন্সির মাধ্যমে প্রতারণা শিকার হতে দেখা যায়। তাই আপনি যদি প্রবাসে কাজের উদ্দেশ্যে যেতে চান অবশ্যই আপনার ভিসাটি চেক করে নিন।

কয় ভাবে সৌদি আরবের ভিসা চেক করা যায়: 

সৌদি অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে দুটি উপায়ে ভিসা চেক করা যায়. এর মধ্যে একটি হলো পাসপোর্ট নাম্বার এর সাহায্যে ভিসা চেক এবং অপরটি হল ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার এর মাধ্যমে ভিসা চেক। এর মধ্যে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা বেশি সহজ। তাই প্রথমে পাসপোর্ট নম্বর দিয়ে কিভাবে ভিসা চেক করা যায় সে বিষয়ে আলোচনা করব.

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম

আপনি চাইলে খুব সহজেই আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নিতে পারেন । তবে আপনার নিকটস্থ কোন কম্পিউটারের দোকান থেকেও এই কাজ করে নিতে পারেন । যদি আপনি আপনার নিকটস্থ কোন কম্পিউটারের দোকান থেকে এই কাজটি করে নেন তাহলে তারা আপনার কাছ থেকে ২০০ থেকে ৪০০ টাকা চার্জ করবে । তাই এত টাকা খরচ না করে আপনি নিজে চেষ্টা করুন। দুই থেকে তিন মিনিটের মধ্যে বিনা খরচে আপনি নিজেই ভিসা চেক করে নিতে পারবেন। নিচে দেখানো সম্পূর্ণ প্রক্রিয়াটি অনুসরণ করুন এবং আপনি নিজে নিজেই আপনার ভিসাটি চেক করে নিন।

প্রথমে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। সার্চ অপশনে যান। এখন  https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData লিখে সার্চ করুন। এখন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে:

                                                             এখানে তথ্য সাবমিট করুন

আপনার মোবাইল ফোনের ডান দিকে অপশন বাটনটিতে ক্লিক করে আপনার মোবাইল ফোনটি ডেস্কটপ মুড করে নিন। পেইজের সমস্ত লেখা আরবীতে থাকবে। যদি আপনি আরবী বুঝতে না পারেন তাহলে উপরের দিকে বাম পাশে ইংরেজিতে বড় হাতের E লেখা থাকবে। E তে চাপ দিলে পেইজটি ইংরেজি হয়ে যাবে।

এখন আপনার কাছে আপনার পাসপোর্ট এর নম্বর, আপনার দেশের নাম, আপনার ভিসার টাইপ এবং ভিসা ইস্যুয়িং  অথরিটি সম্পর্কে জানতে চাইবে। পাসপোর্ট নম্বরের জায়গায় আপনার পাসপোর্টে থাকা পাসপোর্ট এর নম্বরটি দিন, দেশের নামের জায়গায় আপনি বাংলাদেশী হলে বাংলাদেশ এবং অন্যদেশী হলে আপনার নিজ দেশের নাম দিন, যদি আপনি সৌদি আরবে কাজের ভিসায় যেতে চান তাহলে ভিসা টাইপের জায়গায় আপনি WORK সিলেক্ট করুন, ভিসা ইস্যুইং অথরিটির জায়গায় আপনি বাংলাদেশী হলে ঢাকা সিলেক্ট করুন। একটি ক্যাপচা মিল করে সার্চ বাটন এ ক্লিক করুন।

এখান থেকে আপনি আপনার ইস্যু হয়েছে কিনা দেখতে পারবেন। যদি আপনার ভিসাটি ইস্যু হয়ে থাকে তাহলে আপনার ছবি সহ আপনার ভিসার আবেদন আপনি দেখতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য: সৌদি আরবের কোন কোম্পানি আপনাকে স্পন্সারড করছে বা আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন তা এখানেই লেখা থাকবে. তবে লেখাটি আরবিতে থাকবে. গুগল ট্রান্সলেটরের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনার কোম্পানির নাম কি এবং আপনি কোন কাজে যাচ্ছেন অর্থাৎ আপনার কাজের ধরন কেমন।

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক

ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও ভিসা চেক করা যায়। এজন্য  আপনাকে  https://visa.mofa.gov.sa/এই লিংকটিতে প্রবেশ করতে হবে। Individual অপশনটিতে ক্লিক করুন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবেঃ

এরপর Inquiry type এ  Visa Application Number সিলেক্ট করুন। এরপর Application Number এর জায়গায় আপনার ভিসার অ্যাপ্লিকেশন নাম্বারটি বসান এবং সবশেষে Passport Number নাম্বারের জায়গায় আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে নিন। এখন ক্যাপচা মিল করে সার্চ অপশনে ক্লিক করুন | এখানে আপনি আপনার ভিসার যাবতীয় সকল ডিটেলস দেখতে পাবেন।

 আপনার মোবাইলে দেখানো ভিসার সাথে আপনার হাতে পাওয়া ভিসার কাগজের সকল তথ্য মিলিয়ে নিন। নয়তো আপনি প্রতারণার শিকার হতে পারেন। এছাড়াও “আমি প্রবাসী” নামক মোবাইল অ্যাপ ব্যবহার করেও যে কোন দেশের ভিসা চেক করা যায়।

 

internal source: www.bdinfotrends.com

external source: https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData

Leave a Comment