পর্তুগালের সর্বনিম্ন বেতন কত ২০২৫

ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি সেনজেন ভুক্ত দেশের মধ্যে একটি হল পর্তুগাল। দেশটি শিক্ষা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও খেলাধুলার জন্য বিশেষ পরিচিত। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট গুলোর মধ্যে পর্তুগালের পাসপোর্ট ও রয়েছে। এখানকার মানুষদের জীবনযাত্রার মান খুবই উন্নত এবং মাথাপিছু আয় তুলনামূলক বেশি। বিদেশী শ্রমিকেরাও পর্তুগালে বেশ ভালো বেতন পেয়ে থাকে।

পর্তুগালের সর্বনিম্ন বেতন ধরা হয় ৮২০ ইউরো। এটি হলো পর্তুগালের সরকারি হিসেবে সর্বনিম্ন বেতন। এছাড়া যার যার শিক্ষাগত যোগ্যতা, কাজের যোগ্যতা অনুযায়ী এর চেয়ে অনেক বেশি বেতন পেয়ে থাকেন। তবে যারা স্থায়ীভাবে পর্তুগালে কাজ করেন কেউই সাধারণত ৮২০ ইউরোর কম বেতন পান না।

পর্তুগালে প্রত্যেক মাস শেষে আপনার বেতনের একটি সামান্য অংশ ভ্যাট হিসেবে কেটে নেয়া হয়। তবে আপনার সর্বনিম্ন বেতন ৮২০ ইউরো এর চেয়ে কিছুটা বেশি হবে। ভ্যাট কাটার পরেও আপনার সর্বনিম্ন মজুরিটি থেকে যাবে।

পর্তুগালে সপ্তাহে কয় ঘন্টা কাজ করতে হয়ঃ

বেশিরভাগ পর্তুগালের কোম্পানিগুলো প্রতি সপ্তাহে বেতন দিয়ে থাকে। তাই প্রতি সপ্তাহের কর্ম ঘন্টা হিসাব করা হয়। আপনি যদি পর্তুগালের প্রতি এক ঘণ্টা কাজ করার জন্য আপনি পাবেন 5.85 ইউরো। সাধারণত পর্তুগালে সপ্তাহে দুই দিন ছুটি থাকে। আপনি যদি ছুটি নাও কাটান তারপরেও আপনি সপ্তাহে ৪৫ ঘন্টা এর ওপর ডিউটি করার সুযোগ পাবেন না এবং সপ্তাহে সর্বনিম্ন ৩৫ কর্ম ঘন্টা কাজ করার সুযোগ পাবেন।

পর্তুগালে আপনি প্রতিদিন সর্বনিম্ন ৭ ঘন্টা করে ডিউটি করতে পারবেন। তাহলে সাত ঘন্টা ডিউটি করতে পারলে আপনি প্রতিদিন সর্বনিম্ন ৪০.৯৫ ইউরো ইনকাম করতে পারবেন। সুতরাং যদি সপ্তাহে সর্বনিম্ন ৩৫ ঘন্টা ডিউটি করতে পারেন তাহলে আপনি উপার্জন করতে পারবেন ২০৪. ৭৫ ইউরো যা বাংলাদেশী টাকায় ২৫,৭০০.২২ টাকা। এই হারে কাজ করতে পারলে এক মাসে আপনার বেতন হবে ১,০২,৮০০.৮৮ টাকা।

আবার যদি আপনি সপ্তাহে ৪৫ ঘন্টা ডিউটি করতে পারেন তাহলে মাস শেষে আপনি বেতন পাবেন ২৬৩.২৫ ইউরো যা বাংলাদেশি টাকায় ৩৩১৩০.০১২৫ টাকা এবং মাস শেষে আপনি পাবেন ১,৩২,৫২০.০৫ টাকা।

আবার আপনার কাজের দক্ষতার উপর ভিত্তি করে আপনার বেতন অনেক বেশিও হতে পারে। কিন্তু পর্তুগালে আপনি যে কাজই করেন না কেন মাস শেষে আপনি সর্বনিম্ন মজুরি কমপক্ষে ৮২০ ইউরো অবশ্যই পাবেন। সেক্ষেত্রে মাস শেষে আপনি বাংলাদেশে ঢাকায় ১,০৩,১৯৭ টাকা অবশ্যই বেতন পাবেন।

মানুষ আরো জানতে চায়-FAQ’S

 ১ ইউরোতে কত টাকা?

আজকের টাকার রেট অনুযায়ী ১ ইউরো = ১২৫.৮৫ টাকা।

পর্তুগাল সেনজেন ভুক্ত দেশ কিনা?

হ্যাঁ, পর্তুগাল সেনজেন ভুক্ত দেশ।

পর্তুগালের পাসপোর্ট দিয়ে কয়টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়?

১২৫টি দেশে পর্তুগালের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়।

source:

https://wageindicator.org/

Leave a Comment