কাতার ভিসা চেক করার ২ টি সহজ উপায় লিংকসহ ২০২৫

অনলাইনে কাতারের ভিসা চেক করার সবচেয়ে সহজ দুটি উপায় হল পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক এবং ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক। এ দুটি পদ্ধতিতে ভিসা চেক খুবই সহজভাবে করা যায় এবং এই কাজটি প্রায় দুই মিনিটেই করা সম্ভব। এই আর্টিকেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এই আর্টিকেলটি পড়ার পরে যে কেউ কাতারের ভিসা খুব সহজেই চেক করতে পারবে। শুধুমাত্র নিচের প্রক্রিয়াগুলো অনুসরণ করুন।

ভিসা চেক করতে যা যা লাগবেঃ

কাতারের ভিসা চেক করার জন্য আপনার পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার লাগবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেকঃ

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার জন্য প্রথমেই এই লিংকে ক্লিক করুন-https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/visaservices/enquiryandprinting । লিংকটিতে প্রবেশ করার পর নিচে দেখানো পেজটি ওপেন হবেঃ

এখন উপরে দেখানো নির্দেশনা অনুযায়ী আপনার পাসপোর্ট নাম্বার ও জাতীয়তা বসান। এরপর ভেরিফিকেশন এর জন্য ভেরিফিকেশন করতে বসান এবং সাবমিট অপশনে ক্লিক করুন। আপনার দেয়া সমস্ত তথ্য ঠিক থাকলে অবশ্যই আপনার ভিসার যাবতীয় ডিটেইলস স্ক্রিনে দেখতে পারবেন।

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেকঃ

যে পদ্ধতিতে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায় সেই একই পদ্ধতিতে ভিসা নাম্বার দিয়েও ভিসা চেক করা যায়। ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য আপনি পূর্বের লিংকে পুনরায় প্রবেশ করুন। এখন শুধু নিচে দেখানো ছবির মত Passport Number এর জায়গায় Visa Number সিলেক্ট করুন। আপনার জাতীয়তা হিসেবে বাংলাদেশী বাছাই করুন এবং সবশেষে ভেরিফিকেশনের জন্য ছবিতে দেখানো কোড নাম্বারটি বসিয়ে Submit অপশনে ক্লিক করুন। এভাবে আপনি আপনার ভিসার যাবতীয় তথ্য দেখতে পারবেন।

সতর্কতা: 

অনেক সময় অনেক এজেন্সি বা দালাল চক্র জাল ভিসা দিয়ে থাকে। আবার কখনো কখনো এক ভিসার নাম করে অন্য ভিসা দিয়ে দেয়। তাই সতর্কতা অবলম্বন করে বিদেশ যাওয়ার আগে ভালো করে নিজ দায়িত্বে ভিসা চেক দিয়ে যাবেন। তাহলে কোন প্রকার জালিয়াতি বা প্রতারণার শিকার হবেন না.

Leave a Comment