ইতালির ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু আপনার কাঙ্খিত ভিসাটির কি অবস্থা তা বুঝতে পারছেন না? আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এক মিনিটের মধ্যে আপনি নিজেই ইতালির ভিসা চেক করার প্রক্রিয়া সম্পূর্ণ বুঝে নিতে পারবেন। তাহলে দেরি না করে এখনই খুব দ্রুত অনলাইনে ইতালি ভিসার স্ট্যাটাস চেক করে নিন। আর চেক করার এ প্রক্রিয়াটি যত সম্ভব সহজ করা যায় তা শিখে নিন নিচে দেখানো নিয়মটি অনুসরণ করে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
ইতালি ভিসাঃ
ইতালি ভিসা শুধুমাত্র একটি ভিসা নয় এটি অনেকের আবেগ ও স্বপ্ন। এই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হলো ইতালি ভিসা পাওয়ার জন্য আবেদন। আর আবেদন করার পরপরই আরো বেশি উৎকণ্ঠা কাজ করে এবং মন বিচলিত হয়ে থাকে ভিসার বর্তমান অবস্থা জানার জন্য। কেননা স্বপ্নের দেশ ইতালিতে রয়েছে সবচেয়ে উন্নত মানের জীবিকা নির্বাহ ও জীবনযাত্রার অপার সম্ভাবনা। এখানে যেতে পারলে ভবিষ্যৎ অনেকটাই নিশ্চিত। যেহেতু ইতালির ভিসা সচরাচর সবাই পায় না তাই যেসব ভাগ্যবানেরা ইতালির ভিসা পায় ইতালি পৌঁছানোর আগ পর্যন্ত তাদের মনে উৎকণ্ঠার শেষ থাকে না। তাহলে চলুন ইতালির ভিসা চেক করার প্রক্রিয়া জেনে নেই।
ভিসা চেক করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
ইতালির ভিসা চেক করার জন্য খুব বেশি কাগজপত্রের প্রয়োজন নেই। এমনকি আপনার পাসপোর্ট নাম্বারের ও প্রয়োজন পড়বে না।শুধুমাত্র ভিসা এপ্লিকেশন নাম্বার হলেই হবে।
অনলাইনে ইতালির ভিসা চেক করার নিয়মঃ
অনলাইনের মাধ্যমে সবচেয়ে সহজ উপায় ইতালির ভিসা চেক করার জন্য দেরি না করে প্রথমে এই লিংকে ক্লিক করুন https://www.vfsvisaonline.com/Global-Passporttracking/Track/Index?q=shSA0YnE4pLF9Xzwon/x/NBWviHzkZm/Vty3IMuNZFf56G+QTtO86CLB7+plquVaYCPPp6JpJ3eOKSakLF9Z8h7pgRGIZDFCFXU/FVIc76Y= । লিংকটিতে প্রবেশ করার সাথে সাথে আপনাকে ইতালির ভিসা চেক করার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং আপনার সামনে নিচে দেখানো ছবির মত একটি পেজ প্রদর্শিত হবে।
এখনো উপরে দেখানো লাল বক্স গুলোতে প্রয়োজনীয় তথ্য দিন। এখন যদি আপনার মনে সংশয় থাকে যে Application Reference Number, Last Name কোথায় পাবেন? তাহলেও কোন সমস্যা নেই। কারণ এগুলো আপনি আপনার ভেতরে এপ্লিকেশন পত্রেই পেয়ে যাবেন। আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং লাস্ট নেম বসানো হয়ে গেলে ক্যাপচাটি পূরণ করে Submit অপশনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার ইতালির ভিসার বর্তমান অবস্থা স্ট্যাটাস জানতে পারবেন
মানুষ আরো জানতে চায়- FAQ’S
পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালির ভিসা চেক করা যায় কি না?
সাধারণত পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালির ভিসা চেক করা যায় না?
ইতালির ভিসা চেক করতে কি লাগে?
ইতালির ভিসা চেক করতে অ্যাপ্লিকেশন ফর্মে থাকা রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম লাগে।