ইউরোপে স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে বেশ লম্বা একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এই গন্তব্যটা আরেকটু সহজ হয় যদি জানা যায় ইউরোপের কোন কোন দেশে ভিসা রিজেকশনের হার কম এবং ভিসা এপ্রুভের হার বেশি। ইউরোপের ভিসার জন্য আবেদন করার আগে অবশ্যই জেনে নিন কোন কোন দেশে ভিসার জন্য আবেদন করলে খুব সহজেই ভিসার এপ্রুভাল পেয়ে যাবেন এবং খুব সহজেই কাঙ্খিত দেশে যেতে পারবেন। যদি কোন দেশে ভিসার অ্যাপ্লিকেশনের রিজেকশন হওয়ার বেশি হয় তাহলে সেখানে আবেদন না করাই শ্রেয়।
খুব সহজে ইউরোপের যেসব দেশের ভিসা পাওয়া যায়
কিছু কিছু ইউরোপের দেশ রয়েছে যেসব দেশে ভিসার জন্য আবেদন করলে খুবই সহজে আবেদনটি অ্যাপ্রভ হয়ে যায়। রিজেকশনের হার প্রায় নেই বললেই চলে। তাহলে চলুন জেনে নেয়া যাক ইউরোপের কোন কোন দেশের ভিসা খুব সহজেই আপনি পেতে পারেন। এখানে ইউরোপের সেনজেনভুক্ত ১০ টি দেশের ভিসা অ্যাপ্রভ এবং রিজেকশনের হার দেখানো হলোঃ
আইসল্যান্ড
ইউরোপের যেসব দেশে ভিসার আবেদন করলে ভিসা রিজেকশনের সম্ভাবনা সবচেয়ে কম থাকে তার মধ্যে আইসল্যান্ড সবার উপরে থাকবে। অর্থাৎ আইসল্যান্ডে ভিসা রিজেকশনের হার সবচেয়ে কম। ২০২৪ সালে আইসল্যান্ডে ভিসার রিজেকশনের হার ছিল মাত্র ২.২%। অপরদিকে সফলতার হার ৯৭.৯৮%। তাই ইউরোপে বিচার আবেদন করার সময় অবশ্যই আইসল্যান্ডের কথা মাথায় রাখা উচিত। আইসল্যান্ড ভ্রমণের জন্য একটি চমৎকার গন্তব্য।
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের ভিসা খুব সহজে পাওয়া যায়। সুইজারল্যান্ড এর ভিসার জন্য আবেদন করলে সফলতার হার ৮৯.০৩% এবং প্রত্যাখ্যানের হার ১০.০৭%। সুইজারল্যান্ডের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হওয়ায় গন্তব্যের জন্য সুইজারল্যান্ডে ও বেশ ভালো জায়গা।
লাটভিয়া
লাটভিয়ায় ভিসা প্রত্যাখ্যানের হার প্রায় 11.7%। তাই আবেদন করলেও সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ইতালি
বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে দেশে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে তা হচ্ছে ইতালি। আর ইতালিতে ভিসার আবেদন করলেও খুব বেশি বেগ পেতে হয় না। কেননা ইতালিতে ভিসা রিজেকশনের সম্ভাবনা প্রায় ১২% অর্থাৎ ইতালিতে সঠিক পদ্ধতিতে আবেদন করতে পারলে সফলতার হারি হারই বেশি।
লুক্সেমবার্গ
লুক্সেমবার্গ হল সবচেয়ে বেশি বিলাসবহুল এবং স্বপ্নের দেশ। এখানেও ভিসা রিজেকশনের হার অনেক কম। এখানে ভিসা প্রত্যাখ্যানের সম্ভাবনা মাত্র 12.7%। অর্থাৎ বেশিরভাগ ভিতর আবেদন এখানে গৃহীত হয়।
লিথুয়ানিয়া
বর্তমানে বহু মানুষ বাংলাদেশ থেকে লিথুনিয়ায় যায়। লিথুনিয়া ভিসা প্রত্যাখ্যানের হার প্রায় ১২. ৮% অর্থাৎ বেশিরভাগ ভিসা এদেশে এপ্রুভ করা হয়।
স্লোভাকিয়া
স্লোভাকিয়া ভিসা প্রত্যাখ্যানের হার মাত্র 12.9% এবং সফলতার হার ৮৭.১%।
জার্মানি
বর্তমানে বাংলাদেশীদের জন্য জার্মানি উন্নতম সেরা গন্তব্যে পরিণত হয়েছে। জার্মানির শক্তিশালী অর্থনৈতিক কাঠামো এবং উন্নত জীবনযাত্রার মান প্রতিনিয়ত বাংলাদেশীদের জন্য সেরা আকর্ষণ। জার্মানির ভিসা পাওয়াও খুব বেশি কঠিন নয়। কেননা জার্মানিতে ভিসা প্রত্যাখানের হার প্রায় ১৪.৩%। অর্থাৎ প্রায় ৮৫ শতাংশ ভিসা জার্মানিতে অ্যাপ্রুভ করা হয়।
অস্ট্রিয়া
জার্মানির মতো অস্ট্রিয়া ৮৫% ভিসা অ্যাপ্রুভ করে থাকে। এখানেও রিজেকশনের হার তুলনামূলক কম।
গ্রীস
ইতিমধ্যে অনেক বাঙালি গ্রিসে অবস্থান করছে। জীবন যাত্রার মান ও অর্থনৈতিক দিক বিবেচনায় গ্রিস একটি চমৎকার গন্তব্য হতে পারে। গ্রিসের প্রায় ১৪.৭ শতাংশ ভিসা এপ্রুভ হওয়ার নজির রয়েছে। গত বছর গ্রিসে ভিসা প্রত্যাখ্যানের হার ছিল প্রায় 14.7%।
উপরোক্ত দেশগুলোর ভিসা পাওয়া তুলনামূলক সহজ। এছাড়াও এস্তোনিয়া ও পর্তুগালের ভিসা বেশ সহজেই পাওয়া যায়। পর্তুগালের নাগরিকত্ব পাওয়াও সহজ। কিন্তু মালটা, এবং বেলজিয়াম এই দেশগুলোর ভিতরে হার ২৫% এর বেশি হওয়ায় এইসব দেশে ভিসা পাওয়া তুলনামূলক কষ্টকর।
FAQ’S
ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সবচেয়ে সহজ?
এস্তোনিয়ার ভিসা পাওয়া সবচেয়ে সহজ।
পোল্যান্ড কি সেনজেনভুক্ত ভুক্ত দেশ?
হা, পোল্যান্ড ভুক্ত দেশ।